একুশে বইমেলায় মাহবুব নাহিদের দুই বই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
ধারাবাহিকভাবে রকমারির বেস্ট সেলার লেখক মাহবুব নাহিদ-এর বই 'বাজিগর' মেলায় এসেছে। বইটি সমসাময়িক ও রাজনৈতিক বিষয় নিয়ে লেখা। পাশাপাশি রোমান্টিক ও প্রেম অনুরাগীদের কথা মাথায় রেখে লেখকের নতুন বই ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’ও বাজারে এসেছে। বইদুটি প্রকাশিত হয়েছে দাঁড়ি কমা প্রকাশনী থেকে।
বরিশাল জেলায় জন্ম নেওয়া এই লেখকের ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ঝোঁক ছিল। ২০১৮ সাল থেকে একজন তরুণ জনপ্রিয় লেখক হিসেবে নিজের আত্মপ্রকাশ করেন।
‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’ বইয়ে অনিম ও অবনীর প্রথম প্রেমের পদাচারণ,চোখে চোখে অনুভূতির খেলা, ‘হটাৎ উড়ে এসে জুড়ে বসা’ স্নিগ্ধ ভালোবাসার গল্প সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে।
অন্যদিকে ‘বাজিগর’বইয়ে সাব্বির নামক ব্যক্তির জীবন ৫ বছরের ব্যবধানে আকাশ পাতাল বদলে যায়। মদের আড্ডায় পার্টিতে ডুবে থাকা সাব্বির ফিরে আসে ধর্মের পথে। কাহিনীর সম্প্রসারণ, গল্পের প্লট সুবিন্যস্ত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
বইমেলায় ৯৪ নম্বর স্টলে পাওয়া যাবে লেখকের বইগুলো। এছাড়াও অনলাইন বুক স্টোর রকমারিতেও অর্ডার করতে পারবেন।