ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

২৮ দেশে যাচ্ছে বাগেরহাটে কাঠের তৈরি বেবিসাইকেল (ভিডিও)

এইচ এম মইনুল ইসলাম, বাগেরহাট থেকে

প্রকাশিত : ১১:০৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

বাগেরহাটে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব কাঠের বেবি ব্যালান্স বাইক। এই সাইকেল রপ্তানিও হচ্ছে। কাঠের তৈরি বাইকের পাশাপাশি ফাইবারের পণ্য উৎপাদন হচ্ছে এই কারখানায়। 

বাগেরহাট বিসিক শিল্প নগরীতে কাঠ দিয়ে তৈরি হচ্ছে বেবি ব্যালান্স বাইক। স্থানীয়ভাবে সংগ্রহ করা কাঠ দিয়ে এসব বাইক তৈরি করা হচ্ছে। কর্মিদের কেউ তৈরি করছেন চাকা, কেউ তৈরি করছেন হ্যান্ডেল, আবার কেউ তৈরি করছেন সাইকেলের ফ্রেম। 

সবশেষে পালিশ ও নানান রংয়ে রঙিত করা হয় বাইকগুলো। ১ বছর ধরে এই কাজে করছেন প্রায় ৯০ জন শ্রমিক। প্রতিদিন তৈরি হচ্ছে ৩০ থেকে ৫০টি বাইক। যাচ্ছে গ্রীস ও বেলজিয়ামসহ ২৮টি দেশে। 

শ্রমিকরা জানান, আমাদেরকে যেভাবে বলেন সেভাবেই আমরা কাজ করছি। আমাদের তৈরি জিনিস বিদেশিরা ব্যবহার করছে এতে আমরা আনন্দিত।

বাংলাদেশে শুধুমাত্র এই কারখানায় কাঠের বাইক তৈরি হয়। গুণগত মান ঠিক থাকায় নতুন কার্যদেশও পাওয়া যাচ্ছে।

বাগেরহাট ন্যাচারাল ফাইবারের ম্যানেজার আয়াশ মাহমুদ রাসেল বলেন, “আমাদের তৈরি সাইকেলের মান আন্তর্জাতিক মানের।”

কাঠের তৈরি বাইকের পাশাপাশি ফাইবারের পণ্য উৎপাদন হচ্ছে এই কারখানায়। 

পরিচালক মোঃ জোবায়ের হোসেন বলেন, “ফাইবারের কিছু আইটেম নিয়ে আমরা কাজ করছি। যেগুলো গ্রীসসহ ইউরোপের বিভিন্ন মার্কেটে এগুলো এক্সপোর্ট করছি।”

কাঠের তৈরি এই বাইককে বিশ্বের সব থেকে ভাল বাইক বলে দাবি করলেন বিদেশি এই উদ্যোক্তা।

প্রোডাক্ট তৈরিতে যেসব কাঁচামাল ব্যবহার করা হচ্ছে তা আশেপাশের গ্রাম থেকে সংগ্রহ করা হচ্ছে এবং এর কাঁচামাল পরিবেশ বান্ধব। 

সাইকেল ছাড়াও কাঠের তৈরি কুকুর-বিড়ালের খেলনা রপ্তানির কথা জানালেন এই উদ্যোক্তা।

ন্যাচারাল ফাইবারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ আহমেদ বলেন, “গত একবছর ধরে কাঠের কাজ করছি। বিশেষ করে বাচ্চাদের বেবি ব্যালেন্স বাইক নিয়ে। এটা ইউরোপে যায়, এছাড়াও অন্যান্য দেশে এর চাহিদা রয়েছে।”

১ বছরে কাঠের তৈরি প্রায় ৪০ হাজার বেবি ব্যালান্স বাইক রপ্তানি করেছে এ প্রতিষ্ঠানটি।

এএইচ