ভেনিজুয়েলায় খনি ধসে ২৩ জনের প্রাণহানি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
ভেনিজুয়েলার দক্ষিণ-পূর্ব বলিভার রাজ্যের অ্যাঙ্গোস্তুরা শহরের লা প্যারাগুয়ায় একটি খনি ধসে ২৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১১ জন।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার রাতে এ কথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, আটকেপড়া খনি শ্রমিকদের উদ্ধারে ওই এলাকায় স্থল ও বিমানযোগে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
মাদুরো বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে খনন কাজ কিছুটা করার পরেই খনিটি ৩০ মিটার গভীরে ধসে পড়ে।
কর্মকর্তাদের মতে, প্রায় ২০০ জন লোক সেসময় খনিতে কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে।
যেখানে এই খনিটি অবস্থিত সেখানে পৌঁছাতে হলে নিকটতম শহর লা প্যারাগুয়া থেকে সাত ঘণ্টার নৌকায় ভ্রমণ করতে হয়।
এএইচ