ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উচ্ছেদ অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধ দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।

শুক্রবার সকাল থেকে এম সি বাজার থেকে এই অভিযান শুরু হয়ে। পরে নয়নপুর ও জৈনাবাজার পর্যন্ত এই অভিযান চলে। 

এসময় মহাসড়কের পাশে সড়ক জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা প্রায় শতাধিক দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  শামীমা ইয়াসমিন এই অভিযানের নেতৃত্ব দেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন, গাজীপুর সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ এই অভিযানে সহযোগিতা করেন।

দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিংসহ দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছিল। মহাসড়ক যানজট মুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। 

মহাসড়ক যানজটমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এএইচ