মেলায় বই বাড়লেও বাড়ছে না মানসম্পন্ন বই (ভিডিও)
মফিউর রহমান, একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
বাঙালি সংস্কৃতির বিকাশ ও জাগরণে একুশের বই মেলা। এই মেলায় বইয়ের পৃষ্ঠায় তৃষ্ণাকাতর পাঠকরা যেন খুঁজে ফেরেন আপন আত্মার গান, বিকশিত চেতনার সৌরভ। তবে লেখকরা বর্তমানে আরো মানসম্মত বই বের করার তাগিদ দেন।
আশি বা নব্বই দশকে বাংলা একাডেমির মূল প্রাঙ্গণ জুড়েই বসতো বইমেলা। পরে জায়গা না হওয়ায় ২০১৪ সালে নেয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে।
তবে বাংলা একাডেমির মেলাই দেশের প্রথম বই মেলা নয়। এর আগে ১৯৬৫ সালে তৎকালীন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি যেটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সেখানে বই মেলা আয়োজিত হয়েছিলো। এর আয়োজক ছিলেন কথাসাহিত্যিক সরদার জয়েনউদদীন। এটি ছিলো মূলত শিশু গ্রন্থ মেলা।
১৯৭০ সালেও নারায়ণগঞ্জে একটি গ্রন্থমেলার আয়োজন করেন তিনি। এই মেলায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৎকালীন প্রধান অধ্যাপক মুহাম্মদ আব্দুল হাই, শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী ও সরদার ফজলুল করিম।
মেলার কলেবরের সাথে তাল মিলিয়ে যত বই বাড়ছে তত মান সম্পন্ন বই আসছে না বললেন লেখকরা।
এদিকে এখনই নজর না দিলে মানসম্পন্ন বই আর লেখক তৈরি হবে না অভিমত তাদের।
এমএম//