খোকসায় পার্কে অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী
রঞ্জন ভৌমিক
প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়ায় গ্রাম্য ছায়া ঢাকা নিবিড় মনোরম পরিবেশে ইউটিউব ভিলেজে বিকেলে অনলাইন পত্রিকা বাংলা ৫২ নিউজ ডটকমের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ, শিক্ষক শহিদুল ইসলাম ও খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন । এছাড়াও বক্তব্য রাখেন, বাংলা ৫২ নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণও সাংবাদিক সাবুব আলম চঞ্চল প্রমুখ।
অনুষ্ঠানের ৫২ নিউজ ডট কমের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হুমায়ুন কবির ও স্টাফ রিপোর্টার শয়নকে সম্মাননা পত্র প্রদান করা হয়। পরে বাংলা ৫২ নিউজ ডটকম পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।