ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মদ্রিচের গোলে শীর্ষস্থান আরও মজবুত রিয়ালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার

স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপার দাবি আরও জোড়ালো করলো রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছে আনচেলত্তির দল।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৬৪ শতাংশ বলের দখল নিজেদের কাছেই রাখে রিয়াল মাদ্রিদ। তারপরও গোলের দেখা পেতে ৮১ মিনিট অপেক্ষা করতে হয় আনচেলত্তির শিষ্যদের। 

৭৫তম মিনিটে দলে প্রথম পরিবর্তন আনেন কোচ আনচেলত্তি। নাচোর বদলি হিসেবে নামান মদ্রিচকে। ছয় মিনিট পরই দারুণ গোলে দলকে এগিয়ে নেন অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডার।

বক্সের বাইরে আলগা বল পেয়ে একটু জায়গা বানিয়ে ডান পায়ে জোরাল শট নেন মদ্রিচ, বল ডান পাশের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। দর্শনীয় গোলে ১-০তে এগিয়ে যায় রিয়াল। বাকি সময়ে আর গোল না হলে, এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা।

এই জয়ে রিয়ালের পয়েন্ট হলো ৬৫। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তাদের পরে আছে বার্সেলোনা। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে জিরোনা। 

এএইচ