ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ফাইনালে ওঠার লড়াইয়ে রংপুর-বরিশাল মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার | আপডেট: ০৯:১৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)র ফাইনালে ওঠার লক্ষ্যে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে আজ মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অলিখিত সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারের টিকেট পায় বরিশাল। নিউজিল্যান্ডের জেমস নিশামের বিধ্বংসী ইনিংস সত্বেও প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে রংপুর।

বিপিএলে শিরোপা জয়ের লক্ষেই তারকা সমৃদ্ধ দলই গঠন করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। শুরুটা নড়বড়ে হলেও সময়ের সাথে সাথে নিজেদের মেলে ধরছে তামিম-মুশফিক-মাহমুদুল্লাহরা। 

দলের শক্তি বাড়াতে কাইল মায়ার্সের সাথে যুক্ত করেছে প্রোটিয়া হার্ডহিটার ডেভিড মিলারকে। ফর্মে রয়েছেন সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজরাও। এদের যে কেউ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যখন-তখন। 

এদিকে সাকিবদের রংপুর রাইডার্সও কম যায় না। শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে রংপুর রাইডার্স। প্রথম দিকে চোখের সমস্যায় ভুগলেও এখন পুরোপুরি ফর্মে সাকিব। তাছাড়া নুরুল হাসান সোহানের ব্যাটও হাসছে। 

জেমস নিশাম ও নিকোলাস পোরানরা যে কোন সময় ঘুরিয়ে দিতে পারে খেলার মোড়। মোহাম্মদ নবীর স্পিনের পাশাপাশি আবু হায়দার ও ফারুকির পেস বলটা ঠিকঠাকমত হলে বরিশালকে হারানোটা কঠিন হবে না সাকিবদের জন্য।

বরিশাল ও রংপুরের ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। কারণ রংপুরের জার্সিতে সাকিব আল হাসান এবং বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। লিগ পর্বের পর আবারও দেখা হয়ে যাচ্ছে দেশের দুই সেরা ক্রিকেটারের। বাংলাদেশের দুই বড় তারকার সম্পর্কের ফাটল ২২ গজে দু’জনের লড়াইকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে। 

পাশাপাশি দুই তারকার ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। 

প্রথম লেগের ম্যাচে তামিমের বরিশালের কাছে ৫ উইকেটে হারের লজ্জা পায় সাকিবের রংপুর। দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারায় রংপুর। দ্বিতীয় লেগে সাকিবের আউটের পর তারই উদযাপনকে অনুকরণ করতে দেখা গেছে তামিমকে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে বিতর্কের জন্ম দেয়। 

দুই তারকার মধ্যে সম্পর্কের তিক্ততা থাকলেও দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচটি তাদের কাছে বেশি গুরুত্ব পাবে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লার ভিক্টোরিয়ান্সের। 

এএইচ