ফেনী বইমেলায় কোয়ান্টাম, পাঠকের ব্যাপক সাড়া
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
সম্প্রতি ফেনী পৌরসভার উদ্যোগে আয়োজিত বইমেলায় অংশ নিয়েছে কোয়ান্টাম। ফেনীতে কোয়ান্টামের এটাই প্রথম কোনো পাবলিক প্রোগ্রামে অংশ নেয়া। অল্প সময়ের প্রস্তুতিতে অংশ নিলেও পাঠকের ব্যাপক সাড়া পেয়ে কোয়ান্টামের কর্মীরা খুবই উজ্জীবিত।
২০০৭ সাল থেকে শুরু হওয়া এই মেলা মাঝে চার বছর বন্ধ থাকার পর এ বছর আবার শুরু হয়। বরাদ্দকৃত বারোটি স্টলের মধ্যে কোয়ান্টামের স্টল নাম্বার ৫।
বইমেলায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, গৃহবধূসহ নানা পেশার মানুষ আসেন। প্রতিদিন বইমেলা শেষ করে শহীদ মিনার সংলগ্ন মাঠটি পরিষ্কার করে ‘ভালো মানুষ ভালো দেশ’ মেডিটেশন করেন কোয়ান্টামের কর্মীসহ উৎসাহীরা।
নানা ঘটনার মধ্যে আবার যখন মঞ্চে নাচ-গানের প্রোগ্রাম চলছিল তখন বহু পাঠক স্টলের সামনে দাঁড়িয়ে বই পড়ছিলেন। কর্মীদের হৃদয় ছুঁয়ে গিয়েছে যখন প্রথম শ্রেণী পড়ুয়া এক শিশু অনেক দূর থেকে শুদ্ধাচার পেপারব্যাক বইটা দেখে দৌড়ে এসে মাকে বলল- ‘এটা আমাকে কিনে দিতেই হবে।’
এএইচ