বাজে অঙ্গভঙ্গি করায় এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
দর্শকদের প্রতি বাজে অঙ্গভঙ্গি করায় সৌদি প্রো লিগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একই সাথে ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে সিআর সেভেনকে।
এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই এই পর্তুগীজ তারকার। ফলে আজ আল নাসেরের ম্যাচে খেলতে পারবেন না রোনালদো।
আল সাবাবের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে মেসির নামে স্লোগান আসতে শুরু করলে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। আল শাবাব অভিযোগ করলে, সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি এন্ড এথিকস কমিটি এই শাস্তি দেয় তাকে।
এএইচ