ঢাকা ক্লাব শুরু হয়েছে প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট ২০২৪
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
জমকালো আয়োজনে ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করা হয়েছে। বুধবার ঢাকা ক্লাবের বিলিয়ার্ড রুমে এ টুর্নামেন্ট শুরু হয়েছে।
প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করেন ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান পুটন। এ সময় তিনি বলেন, ঢাকা ক্লাব সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চায়। খেলাধুলাসহ বিভিন্ন আয়োজন ঢাকা ক্লাব প্রতি বছর আয়োজন করে থাকে। আশা করি এবারের টুর্নামেন্ট সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে।
সাত দিন ব্যাপী এ টুনামেন্টে ঢাকার ছয়টি ও ঢাকার বাইরের ছয়টি ক্লাব থেকে আগত প্রায় ৪০ জন স্নুকার খেলোয়ার অংশগ্রহণ করছে। ৫ মার্চ ঢাকা ক্লাবের বিলিয়ার্ড রুমে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ান দলকে দেওয়া হবে ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি। ৩০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হবে রানার আপ দলকে।
এমএম//