ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

‘কাচ্চি ভাই’তে খেতে গিয়ে বান্ধবীসহ বুয়েট শিক্ষার্থী লামিসার মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ১ মার্চ ২০২৪ শুক্রবার | আপডেট: ০৯:০০ পিএম, ১ মার্চ ২০২৪ শুক্রবার

ঢাকার বেইলী রোডে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া বুয়েটের শিক্ষার্থী লামিসা ইসলামের বাড়ি ফরিদপুরে চলছে শোকের মাতম। পুলিশের এডিশনাল ডিআইজি নাসিরুল ইসলাম শামীমের দুই কন্যার মধ্যে লামিসা ছিলেন পরিবারের বড় সন্তান।

শুক্রবার বেলা ১১টার দিকে লামিসার লাশ শহরের দক্ষিণ ঝিলটুলীর বাড়িতে এসে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। 

লামিসার স্বজনেরা লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। লাশ দেখতে প্রতিবেশীরা ভীড় জমায়। লামিসার মরদেহ বাদ জুমা শহরের চকবাজার জামে মসজিদে জানাজা শেষে আলীপুর কবরস্থানে দাফন করা হয়।
 
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মগবাজারের পুলিশ কোয়ার্টারের বাসা থেকে বান্ধবীকে নিয়ে খাবার খেতে ‘কাচ্চি ভাই’ রেষ্টুরেন্টে যায় লামিসা। রাতে আগুন লাগার পর লামিসা তার বাবার মোবাইলে ফোন দিয়ে বলে, তারা আগুনের মধ্যে আটকা পড়েছেন। পরে পরিবারের সদস্যরা যোগাযোগ করেও তাকে ফোনে পায়নি। ভবনের ভেতরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে বান্ধবীসহ সে মারা যায় বলে পরিবার সূত্রে জানা গেছে। 

লামিসা ইসলাম বুয়েটের ম্যাকানিকেল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তারা বাবা নাসিরুল ইসলাম শামীম পুলিশের এডিশনাল ডিআইজি পদে কর্মরত রয়েছেন। দুই কন্যার মধ্যে লামিসা ছিলেন পরিবারের বড় সন্তান।  

এএইচ