ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১০ ১৪৩১

গাজীপুরে ট্রেনে নিচে ২ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২ মার্চ ২০২৪ শনিবার

গাজীপুরের পৃথক স্থানে ট্রেনে নিচে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 

গাজীপুর রেলওয়ের ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ঢাকা বঙ্গবন্ধু রেললাইনের কোনাবাড়ির খোলারটেক এলাকায় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মৃত্যু হয়। আর কালিয়াকৈরের মৌচাক রেলস্টেশনে রাব্বানী নামে এক যুবক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। 

দুটি স্থান থেকেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

এএইচ