পর্দা নামছে বইমেলার, বিদায় বেলা বিষাদের সুর
মানিক শিকদার
প্রকাশিত : ০২:৫০ পিএম, ২ মার্চ ২০২৪ শনিবার
অমর একুশে বইমেলা ২০২৪ এর শেষ দিনে শিশু প্রহরে শিশুদের প্রাণের উচ্ছ্বাস। দুদিন বাড়ানোতে খুশি লেখক পাঠক ও প্রকাশকরা তবে আশানুরূপ বিক্রি নেই বলছেন বিক্রেতারা। মাসব্যাপী মেলার স্মৃতি রোমন্থন করেছেন অনেকেই। তবে বিক্রেতা ও কর্মীদের মনে বিদায় বেলা বিষাদের সুর।
এবার অধিবর্ষ থাকায় ফেব্রুয়ারি মাস ছিল ২৯ দিনের। এরপর শুক্র-শনিবার ছুটির দিন থাকায় প্রকাশকদের দাবির মুখে মেলার সময় বাড়ানো হয় আরও দুদিন।
মেলার শেষ দিনের শিশুপ্রহরে ছিল কচিকাঁচাদের উল্লাস। টুকটুকি, হালুম, ইকরি আর শিকুদের নাচ-গানে উচ্ছ্বসিত নতুন শিশুরা।
একাধিকবার মেলায় আসলেও দুদিন বেশি সময় পাওয়ায় অনেকেই এসেছেন আদরের সন্তানকে নিয়ে। আবার কেউস সুযোগ পেয়ে চলে এসেছেন প্রথমবারের মতো।
ছড়া, গল্প, রূপকথা, ভুতের গল্পের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বইয়ে মলাটে চোখ ছিল শিশু কিশোরদের।
দুদিন সময় বাড়লেও বিক্রি নিয়ে হতাশ বিক্রেতারা।
স্টল প্যাভিলিয়নের বিক্রেতা ও কর্মীদের মনে বিদায় বেলা বিষাদের সুর। শেষবারের মতো স্মরণীয় করে রাখছেন অনেকেই।
আজ সকাল ১১টা থেকে শুরু হওয়া মেলার পর্দা নামবে রাত নয়টায়।
এএইচ