ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

যশোরে স্বপ্নচারী আইডিয়াল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

যশোর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২ মার্চ ২০২৪ শনিবার

একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্নে যশোরে স্বপ্নচারী আইডিয়াল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার হাশিমপুরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রতিষ্ঠানের উপদেষ্টা ও ঢাকা রাজউকের পরিচালক উপসচিব কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইকবাল কবির জাহিদ, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

অনুষ্ঠান শেষে অতিথিরা স্বপ্নচারী আইডিয়াল কলেজের ভিত্তিপ্রস্তর উম্মোচন করেন।

এএইচ