গাজীপুরের মৌচাকে শুরু যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩১ পিএম, ৩ মার্চ ২০২৪ রবিবার | আপডেট: ০৩:৪০ পিএম, ৩ মার্চ ২০২৪ রবিবার
গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ‘তরুণ নেতৃত্বে হোক সবুজ পৃথিবীর অঙ্গীকার’ প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় সাড়ে ৪শ’ যুব স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছে এই ক্যাম্পে।
রোববার সকালে গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোহম্মদ আতিকুল হক শামীম। তিন দিনব্যাপী এই ক্যাম্প চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত।
জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রথমদিনের কর্মসূচি। পরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ কুচকাওয়াজে অংশ নেয় স্বেচ্ছাসেবকরা। মানবতার শক্তিতে উদ্ভাসিত হয়ে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে গ্রহণ করা হয় শপথ।
যুব সদস্যদের মধ্যে মানবিক গুণাবলী ও নেতৃত্বের বিকাশ ঘটাতে এবং সর্বস্তরে স্বেচ্ছাসেবার মনোভাব সৃষ্টির পাশাপাশি দেশব্যাপী সবুজ আন্দোলনে সম্পৃক্ত করাই ক্যাম্পের মূল লক্ষ্য।
সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আতাউল্লাহ মণ্ডল, জাতীয় সদর দপ্তরের মানব সম্পদ বিভাগের পরিচালক ইকরাম ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের পরিচালক আরিফা এম সিনহা।
আরও উপস্থিত ছিলেন সোসাইটির বিভিন্ন বিভাগের পরিচালক, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
এএইচ