ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২০ পিএম, ৩ মার্চ ২০২৪ রবিবার

নরসিংদীর পাঁচদোনা-চরসিন্দুর এবং পাঁচদোনা-ডাঙ্গা সড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ। 

রোববার (৩ মার্চ) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সজল কুমার সরকার, উপ-সহকারী প্রকৌশলী মো: জাহিদুল ইসলামসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাঁচদোনা-চরসিন্দুর সড়কের চরমাধবদী এবং ডাঙ্গা-পাঁচদোনা সড়কের পাইকারদী এলাকা অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে নরসিংদীর পাঁচদোনা থেকে চরসিন্দুর এবং পাঁচদোনা থেকে ডাঙ্গাসহ সড়ক ও জনপদের জমিতে গড়ে উঠা সকল ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। 

তবে জনগুত্বপূর্ণ বিষয় বিবেচনায় অধিক গুরুত্ববহন করে এমন সড়কে অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে জানায় সড়ক ও জনপদ বিভাগ। 

দুটি সড়কের পাশে গড়ে উঠা ছোট-বড় ১৫০টি স্থাপনা চিহ্নিত করার পর উচ্ছেদ কার্যক্রম চলছে। 

এএইচ