চট্টগ্রাম প্রেস ক্লাবে ডা. এখলাস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১২ পিএম, ৩ মার্চ ২০২৪ রবিবার
সীতাকুণ্ড থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, ৫২’র ভাষা আন্দোলন, ৬ দফা, ১১ দফা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সভার আয়োজন হয়।
বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র-ট্রাস্ট-চট্টগ্রাম এ স্মরণ সভার আয়োজন করে।
সংগঠনটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইপসা'র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশকন ট্রাস্ট এর নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন।
এখলাস উদ্দিনের ভাই মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল দুলু ও দিলরুবার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, ড. দেবব্রত রায়, প্রফেসর ড. ফসিউল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, কাজী সিরাজুল আলম, মোস্তফা কামাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন রাশেদ, অধ্যাপক জাহাঙ্গীর, মিঠুন দাস গুপ্ত, হেলাল উদ্দীন, ড. ইদ্রিস আলী, আবু জাফর আজাদ, শাহ আলম নিপু, আনোয়ারা কমান্ডার সিরাজুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, প্রফেসর তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মঞ্জু, সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, মহানগর যুবলীগ নেতা হেলাল উদ্দিন।
এসময় বক্তারা বলেন, ডা. এখলাস উদ্দিনের চট্টগ্রাম ৪ আসনে যখন এমপি হওয়ার জন্য আওয়ামীলীগ থেকে ডাক আসলো তখন তার সব যোগ্যতা থাকলেও প্রধান অযোগ্যতা ছিলো অর্থ।
এমএম//