ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৪ ১৪৩১

রাজধানীতে সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ১৩ জেলায় ঝড়ের আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ৪ মার্চ ২০২৪ সোমবার | আপডেট: ০৯:৪৭ এএম, ৪ মার্চ ২০২৪ সোমবার

রাজধানী ঢাকায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাটে পথচারীদের ছাতা হাতে চলতে দেখা গেছে। এদিকে, ১৩ জেলায় ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে বৃষ্টি পড়া শুরু হয়। তবে ভোর থেকেই আকাশ অন্ধকারাচ্ছন্ন ছিল।

হঠাৎ বৃষ্টিতে বিরম্বনায় পড়েছে মানুষ। অফিস-আদালত ও কাজকর্মে যেতে সাজসকাল কিছুটা ভোগান্তি তাদের।

এদিকে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এএইচ