খোদ রাজধানীতেই কিশোরগ্যাংয়ের অর্ধশতাধিক গ্রুপ (ভিডিও)
দিপু সিকদার
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৪ মার্চ ২০২৪ সোমবার
র্যাবের তালিকায় খোদ রাজধানীজুড়ে রয়েছে কিশোরগ্যাংয়ের অর্ধশতাধিক গ্রুপ। আর সারাদেশে এর সংখ্যা শতাধিক। কিশোর অপরাধীরা সুযোগ বুঝে বদল করছে তাদের গডফাদার। এসব তথ্য জানিয়ে র্যাব বলছে, তথ্য প্রমাণ পেলে কাউকে ছাড় নয়।
চাঁদা আদায়সহ নানা অপরাধে জড়িয়ে নিজেদের ক্ষমতার দাপট দেখায় কিশোরগ্যাংগুলো। এসব কিশোর অপরাধীরা থাকে বড় ভাইদের ছত্রছায়ায়। বড়ভাইদের নির্দেশ বা তুচ্ছ ঘটনায় রাজধানীসহ সারাদেশে যখন তখন যারতার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে তারা। এদের হাতে নিহতও হয়েছেন অনেকে।
র্যাবের ধারাবাহিক অভিযানে এসব কিশোর অপরাধীরা গ্রেফতার হলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা গ্যাং কালচার। সুযোগ বুঝে এরা পাল্টে ফেলে দল।
র্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডর আল মঈন বলেন, “এই ধরনের গ্যাংয়ের যারা নেতৃত্ব দেন বা এই গ্যাংয়ের সঙ্গে যারা জড়িত হচ্ছে তারা কিন্তু সুনির্দিষ্ট ব্যক্তির কাছে সীমাবদ্ধ থাকেনা। তারা যার কাছে সুবিধা পায়, টাকা পায় অথবা যারা মাদকাসক্ত তারা মাদক পায়- সেক্ষেত্রে ওই ব্যক্তির কাজটি তারা করে দেয়। যেহেতু তাদের বয়স কম তাই না বুঝে নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে।”
গ্রুপগুলোর উপর নজরদারী অব্যাহত রাখা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
কমান্ডর আল মঈন বলেন, “ঢাকা শহরে এরকম ৫০টি গ্রুপের তালিকা আমাদের কাছে রয়েছে। বিভিন্ন সময়ে আমরা অভিযান পরিচালনা করছি। যখন তাদের লিডাররা আইনের আওতায় চলে আসে তখন নিজ থেকেই একজন নেতৃত্বে চলে আসছে। সুতরাং এই গ্যাংয়ের নামে লোক থেকে যাচ্ছে। তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। সারাদেশে শতাধিক গ্যাংয়ের তালিকা পেয়েছি। তা নিয়ে আমরা কাজ করছি।”
আইনপ্রয়োগের পাশাপাশি এদের দমনে সামাজিক আন্দোলনের উপরও জোর দেন এই র্যাব কর্মকর্তা।
এএইচ