বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪
দ্বিতীয় বলেই উইকেটের দেখা পেল বাংলাদেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৪ পিএম, ৪ মার্চ ২০২৪ সোমবার
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আজ শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই চলতি বছরের আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট শুরু করছে টাইগাররা। যেখানে দ্বিতীয় বলেই উইকেটের দেখা পেয়েছে স্বাগতিক দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভারে এক উইকেটে ৪ রান সংগ্রহ করেছে শ্রীলংকা।
সংক্ষিপ্ত ফরম্যাটে সাফল্যের ধারা অব্যাহত রাখতে জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা। সে লক্ষ্যে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আভিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। শরিফুল ইসলামের করা প্রথম বলেই চার হাঁকান আভিষ্কা। তবে পরের বলেই উইকেটের পিছে ধরা পড়েন তিনি।
প্রথম টি-২০তে বাংলাদেশের একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।
এমএম//