মাটির মধ্যে পাওয়া গ্রেনেড নিয়ে খেলা করছিল শিশুরা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০:৪০ এএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। একাত্তরের যুদ্ধক্ষেত্রের এ গ্রেনেডটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার ও স্থানীয়রা জানান, বাঘাবাড়ি বড়াল নদীর দক্ষিণপাড়ের বাধের রাস্তার সম্প্রসারণ কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। সোমবার বিকালে শ্রমিকরা মাটি খুঁড়ে চলে গেলে শিশুরা গ্রেনেডটি পেয়ে খেলা করছিল।
স্থানীয় একজন তা দেখে হাত থেকে ফেলে দিতে বলে। এরপর থানায় খবর দিলে পুলিশ রাতে এসে গ্রেনেডটি উদ্ধার করে।
থানার ওসি আরও জানান, উদ্ধার গ্রেনেডটি পরিত্যক্ত ও পুরাতন। তা পরিক্ষার পর ধ্বংস করা হবে।
এদিকে এলাকাবাসি জানায়, ১৯৭১ সাল পাকবাহিনীর সাথে এখানে অনেক যুদ্ধ হয়েছে এবং অনেক মানুষ শহীদ হয়েছে। তাই তখনকার সময়ের এই গ্রেনেড হতে পারে।
এএইচ