ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কাল, চলছে শেষ প্রচারণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১ এএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১১:১২ এএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন না বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীদের দাবি, নির্বাচন সুষ্ঠু হলে তাদের জয় নিশ্চিত। পরিবর্তনের অঙ্গীকার সরকার সমর্থিত আরেক সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীর। 

একদিন পরেই নির্বাচন। ৬ ও ৭ মার্চ দুদিনের ভোট ঘিরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে উৎসব আমেজ। নানা প্রতিশ্রুতিতে আইনজীবীদের কাছে ভোট চেয়ে চলছে জমজমাট প্রচারণা।

২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে জয়ে আশাবাদী সব প্রার্থীই। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছাড়াও এবার সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ ও এম কে রহমান, সম্পাদক পদে নাহিদ সুলতানা যুথী ও ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া এবং কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম প্রার্থী হয়েছেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রথম সারির নেতা যুথী। কিন্ত দলীয় মনোনয়ন না পেয়ে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে সমিতির জন্য নিবেদিত হতে চান তিনি।

বার-বেঞ্চের সমন্বয় এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও গড়ে তোলার প্রতিশ্রুতি যুথীর। 

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলের প্রার্থী হয়েছেন সভাপতি পদে আবু সাঈদ সাগর এবং সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক। নির্বাচন সুষ্ঠু হবার আশাবাদ জানিয়ে নির্বাচিত হলে দুর্নীতি রোধ ও ভবন নির্মাণের লক্ষ্য প্যানেলটির।

সুষ্ঠু নির্বাচনে আশাবাদী সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস কাজলসহ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেলের প্রার্থীরাও। 

সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী আবুল খায়ের।

এএইচ