বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করলো খোকসার মেয়ে শারমিন
খোকসা প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার
কুষ্টিয়ার খোকসার মেয়ে বিভাগীয় পর্যায়ে ২টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্রী দিনমজুর রবিউলের কন্যা শারমিন সুলতানা। সকালে খুলনা পিটিয়া ইনস্টিটিউট মাঠে প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতায় খুলনা বিভাগের মধ্যে ১০০ মিটার দৌড় এবং দীর্ঘ লম্ফ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন শারমিন।
বুধবার অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন, শিক্ষা ও আইসিটির ডক্টর ফারুক আহামমদ ও বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা মোঃ মসলেম উদ্দিনের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ সাইদুল ইসলাম প্রবীণ বলেন, এই অর্জনের জন্য আমরা গর্বিত এর পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণের। শারমিন উপজেলা চকহরিপুর গ্রামের দিনমজুর রবিউল ইসলাম ও শাহানা বেগমের দ্বিতীয় কন্যা।