ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

অবশেষে ৬৭ ঘণ্টা পর পুরোপুরি নিভল এস আলম চিনিকলের আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার

অবশেষে নিভেছে চট্টগ্রামের কর্ণফুলীর এস আলম চিনিকলের আগুন। টানা প্রায় ৬৭ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকালে আগুন পুরোপুরি নেভানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগা গুদামটিতে মজুত ছিল বিপুল পরিমাণ অপরিশোধিত চিনি, যেগুলো এক ধরনের দাহ্য পদার্থ; ফলে আগুন পুরোপুরি নেভাতে দীর্ঘ সময় লেগে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছি আমরা। এতে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার গুদামটির পাশে আরো গুদাম ছিল, সেগুলোও আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি।

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে গুদামটিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে বাড়ানো হয় ইউনিট সংখ্যা। ঐ রাতেই ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড। রাত ১১টার দিকে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এরপর রাতভর চলে আগুন নেভানোর কাজ। পরের দুদিন মঙ্গলবার ও বুধবারও নেভানো যায়নি আগুন।

এমএম//