ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

এবারও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ডোমিনোজ পিৎজার বিশেষ উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১০ মার্চ ২০২৪ রবিবার

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খুশি ছড়িয়ে দিতে রমজান উপলক্ষ্যে এবারও একটি পিৎজা অর্ডারের সাথে একটি মিল ফ্রি বিতরণের উদ্যোগ নিয়েছে ডোমিনোজ পিৎজা।

রাজধানীর গুলশানে ডোমিনোজ পিৎজার অফিসে এক সংবাদ সম্মেলনে ডোমিনোজ পিৎজার বাংলাদেশের হেড অব মার্কেটিং আবু ওবাইদা ইমন এ তথ্য জানান। 

তিনি বলেন, গত তিন বছর ধরে ‘বাই ওয়ান গিভ ওয়ান’ স্লোগানে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করে আসছে ডোমিনোজ পিৎজা। রমজান উপলক্ষ্যে ক্রেতার প্রতিটি ডেলিভারি অর্ডারের বিনিময়ে একটি ফ্রি মিল সুবিধা নিয়ে এবার পঞ্চাশ হাজার ফ্রি মিল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করা হবে। 

তাছাড়া সকল গ্রাহকদের জন্য ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করেছে ডোমিনোজ পিৎজা। 

এ সময় ‘বক্সে ছড়াই উৎসবের খুশি’ নামে পিৎজা বহনের একটি মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৌমিল মেহতাও উপস্থিত ছিলেন।

এএইচ