সীতাকুণ্ডে এমপি মামুনের মত বিনিময় সভা, ২৫ দফা দাবিনামা পেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার | আপডেট: ০২:৪৬ পিএম, ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার
আলহাজ্ব এস এম আল মামুন এমপি বলেছেন, স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে সীতাকুণ্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন কর হবে। দেশের অর্থনীতির লাইফলাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত করা মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। বৈদেশিক বাণিজ্যের ৯০ শতাংশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত না করে ফৌজদারহাট ডিসি পার্ক হতে মীরসরাই বঙ্গবন্ধু ইকোনমিক জোন পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক চার লেনে অথবা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড অংশ (বড় দারগাহাট হতে সিটি গেইট পর্যন্ত) এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার আপনাদের দাবি আমি সরকারের উচ্চ মহলে জানাবো।
রোববার চট্টগ্রাম নগরীর খুলশী ক্লাবে সীতাকুণ্ডের বিভিন্ন শ্রেণী পেশা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে এবং সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি মো. গিয়াস উদ্দিনের সঞ্চলনায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন। মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. ফসিউল আলম, প্রফেসর ড. মো. সোলায়মান, বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহম্মদ, প্রফেসর এ কে এম তফজল হক, প্রফেসর ড. মো. আফতাব উদ্দীন, মো. আরিফুর রহমান, ড. মো. ওমর ফারুক রাসেল, সাংবাদিক হাসান ফেরদৌস প্রমুখ।
পরে সীতাকুণ্ডবাসীর প্রাণের দাবি ২৫ দফা দাবিনামা সম্বলিত স্মারকলিপি সংসদ সদস্য আল মামুনকে প্রদান করেন প্রতিনিধিরা। প্রধান প্রধান দাবিসমূহঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত না করে ফৌজদারহাট ডিসি পার্ক হতে মীরসরাই বঙ্গবন্ধু ইকোনমিক জোন পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক চার লেনে অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড অংশ (বড় দারগাহাট হতে সিটি গেইট পর্যন্ত) এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা, সীতাকুণ্ডে সকল কলকারকানায় ৫০% স্থানীয় কোটা, শিল্পায়নের নামে সীতাকুণ্ডবাসীর বসতবাড়ি-ফসলী জমি জবর দখল করা যাবেনা, মাদক ও সন্ত্রাসমুক্ত সীতাকুণ্ড, যানজটমুক্ত নিরাপদ সড়ক ও পর্যাপ্ত গণপরিবহন, সীতাকুণ্ডে পর্যটন স্পটসমূহ সরকারি স্বীকৃতি এবং সীতাকুণ্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে হবে।
এএইচ