ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

টিয়া পাখি উদ্ধারে গিয়ে মৃত্যু, ক্ষতিপূরণ প্রশ্নে রুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২১ পিএম, ১৩ মার্চ ২০২৪ বুধবার | আপডেট: ০৩:২৩ পিএম, ১৩ মার্চ ২০২৪ বুধবার

টিয়া পাখি উদ্ধারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া স্বেচ্ছাসেবী তাশফিয়ান আতিফের পরিবারকে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

নিহত উদ্ধারকর্মী আতিফের মা তানজিনা রহমান টুম্পার রিটের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মোহাম্মদ আতাবুল্লা’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল সেলিম আজাদ।

যথাযথ প্রশিক্ষণ ছাড়া কোন ‘অ্যানিমেল রেসকিউ’ প্রতিষ্ঠান যাতে কাজ করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশের আইজি’র প্রতি নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিদ্যুতের তারে আটকে পড়া টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‘রবিনহুড দ্যা অ্যানিমেল রেসকিউ সোসাইটি’র সদস্য তাশফিয়ান আতিফ চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর মারা যান।