ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জলদস্যুদের নতুন দলের হাতে জাহাজের নিয়ন্ত্রণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১৬ মার্চ ২০২৪ শনিবার | আপডেট: ০৪:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৪ শনিবার

জলদস্যূদের নতুন আরেকটি দল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ এর নিয়ন্ত্রণ নিয়েছে। জাহাজটি একবার নোঙর করার পর শুক্রবার বিকালে আবার জাহাজটির অবস্থান পরিবর্তন করে সোমালিয়ান জলদস্যূরা।

জাহাজের মালিকপক্ষের মুখপাত্র ও কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেছেন, ‘বৃহস্পতিবার জাহাজটি উপকূল থেকে দুই নটিক্যাল মাইল দূরে নোঙর করেছিল তারা। এরপর জলদস্যুদের নতুন আরেকটি দল জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। কিন্তু শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জাহাজটি আবার অবস্থান পাল্টাতে থাকে। জলদস্যুদের কেউ আমাদের সঙ্গে এখনও মুক্তিপণের ব্যাপারে যোগাযোগ করেনি। তবে নাবিকরা সবাই ভালো আছেন। সুস্থ আছেন।’

গত মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে ‘এমভি আবদুল্লাহ’ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। সশস্ত্র জলদস্যুরা মাত্র ১৫ মিনিটে ২৩ নাবিককে জিম্মি করে জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর সোমালিয়া উপকূলের দিকে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার বিকালে সোমালিয়ার গ্যারাকাড উপকূলে পৌঁছে জাহাজটি।

এমএম//