র্যাবের জালে প্রতারক চক্রের ১৪ সদস্য, ২৭ ভিকটিম উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৪২ এএম, ২১ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
অনলাইনে উচ্চ বেতনে চাকুরির বিজ্ঞাপন দিয়ে প্রলোভন, পরে চাকুরি প্রত্যাশিদের জিম্মি করে চাওয়া হয় মুক্তিপণ। না পেলেই আটকে রেখে অমানবিক নির্যাতন ও ভিডিও ধারণ করে পাঠানো হতো পরিবারকে। র্যাবের অভিযানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনায় নারীসহ ২৭ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে, আটক করা হয়েছে ১৪ প্রতারককে।
গাজীপুরে বুধবার দিবাগত রাতে প্রতারক চক্রের সদস্যদের আটক করে র্যাব।
গাজীপুরের হারিকেন এলাকায় বেস্ট একশন সিকিউরিটি সার্ভিস লিমিটেড নাম দিয়ে দিনের পর দিন এমন প্রতারণা করে আসছিল একটি চক্র। সম্প্রতি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী তাদের ফাঁদে আটকা পড়লে অভিযোগ আসে র্যাবের কাছে। গেল রাতে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রকে উদ্ধার করতে এসে আরও ভিকটিমের সন্ধান পান র্যাব সদস্যরা।
পরে তাৎক্ষণিক অভিযানে রশিদ মার্কেট এলাকার ওই অফিস থেকে প্রতারণার আলামতসহ ২৭ ভিকটিমকে উদ্ধার করে র্যাব। ঘটনায় জড়িত আটক করা হয় ১৪ প্রতারককে।
পরে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে জানানো হয়, দীর্ঘদিন ধরে এই চক্রটি বিভিন্ন জায়গায় অফিস খুলে প্রতারণা করে আসছিল। এমনকি অর্থ আদায় করতে ভিকটিকদের টর্চার সেলেও মারধরের প্রমাণের কথা জানায় র্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
এএইচ