অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ নারী দল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৫ এএম, ২১ মার্চ ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৫ এএম, ২১ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
প্রথমবারের মতো সর্বোচ্চ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর শুরুটা ভালো হয়েছে টাইগ্রেসদের। টস জিতে ফিল্ডিং নিয়েছে টাইগ্রেসরা।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফলে আগে ব্যাট করবে অস্ট্রেলিয়া।
প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে দ্বিপাক্ষিক সিরিজে। এর আগে কেবল ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেই অংশ নিতে ঢাকায় এসেছিল অজি নারী দল।
এবারের সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। তাই দুদলের জন্য সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। শক্তি এবং সাফল্যের বিচারের যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ দল। জ্যোতিদের সর্বোচ্চ সাফল্য একবার এশিয়া কাপ জয়।
অন্যদিকে ওয়ানডেতে সর্বোচ্চ বিশ্বকাপ জেতা দল অস্ট্রেলিয়া।
বাংলাদেশ একাদশ
মুর্শিদা খাতুন, শোভনা মোস্তারি, ফারগানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যালিসা হিলি (অধিনায়ক), ফোবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, অ্যালানা কিং, কিম গার্থ, মেগান শুট।
এএইচ