ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

মেট্রোরেলের ক্যান্টিন ভাড়া ১ হাজার টাকা, তদন্তের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২১ মার্চ ২০২৪ বৃহস্পতিবার

ঢাকা মেট্রোরেলের ৭ হাজার ৫৮০ স্কায়ার ফিট জায়গা ১ হাজার টাকায় ভাড়া চুক্তির নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ১ মাসের মধ্যে হাইওয়ে সচিবকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের।  

এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েব সাইটে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনাধীন এমআরটি লাইন-৬ এর উত্তরা ডিপোতে ৭৫৮০ বর্গফুট স্টাফ ক্যান্টিনের জন্য চুক্তি নোটিশ তুলে ধরা হয়। 

নোটিশ নিয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। রিটে রুলসহ আদেশ চেয়েছিলেন আইনজীবী। 

শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট।

ডিএমটিসিএলের নোটিশে বলা হয়, ভাড়া হিসাবে মাসিক এক হাজার টাকা হারে এক বছরের জন্য ভ্যাট ও আয়কর ব্যতীত সর্বমোট ১২ হাজার টাকা মূল্যে ৭৫৮০ বর্গফুট স্টাফ ক্যান্টিন পরিচালনার উদ্দেশ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার এন্টারপ্রাইজের দরপত্রটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে। 

এই নোটিশ জারির সাত দিনের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য চুক্তি সম্পাদন করতে সম্মত রয়েছেন মর্মে লিখিতভাবে জানানোর আহ্বান করা হয় ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে। 

এছাড়াও কার্য সম্পাদন জামানত হিসেবে তিন লাখ টাকা আগামী ২৮ মার্চ জমা দিতে বলা হয়।

এএইচ