ভাঙা হচ্ছে ঢাকা কলেজিয়েট স্কুল ভবন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২১ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
ভেঙে ফেলা হচ্ছে প্রায় ২শ’ বছরের পুরনো ঢাকা কলেজিয়েট স্কুল ভবন। নতুন বহুতল ভবন নির্মাণ করতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি ভেঙে ফেলার সমালোচনা করছেন নগরবিদরা।
ঝুঁকিপূর্ণ হলেও মূল ভবন রেখে সংস্কার কাজের পক্ষে মতামত দেন তারা। বলেন, ভবনটি মুঘল আমলের নিমার্ণশৈলী। ঢাকার ইতিহাস নিয়ে গবেষণার জন্য এমন স্থাপত্যগুলো সংরক্ষণ করা দরকার।
কলেজিয়েট স্কুল ভবনটি সংস্কার করে লাইব্রেরি হিসেবে ব্যবহারের আহ্বান জানান নগরবিদরা।
১৮৩৫ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠিত বাংলাদেশ তথা অখণ্ড ভারতের প্রথম এই সরকারি স্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম অবশ্য বলছেন, এটি প্রত্নতাত্বিক বিভাগের আওতাধীন কোনো ভবন নয়। সরকারি উদ্যোগে বিধি মেনেই ভাঙ্গা হচ্ছে পুরোনো ঝুঁকিপূর্ণ স্কুল ভবনটি।
অবিভক্ত বাংলায় এটিই প্রথম সরকারি উচ্চবিদ্যালয়। প্রথমে এর নাম দেয়া হয়েছিল ঢাকা ইংলিশ সেমিনারী। ১৮৪১ সালে এই সেমিনারী থেকেই কলেজিয়েট স্কুলের জন্ম হয়। তখন স্কুল শাখাটির নাম রাখা হয় ঢাকা কলেজিয়েট স্কুল।
এই স্কুলের বিখ্যাত ছাত্রদের মধ্যে ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, বিপ্লবী দীনেশ গুপ্ত, কবি বুদ্ধদেব বসু, মুনীর চৌধুরী, মুস্তাফা মনোয়ার, অধ্যাপক কবির চৌধুরী, বিশিষ্ট লেখক সৈয়দ শামসুল হক, এইচ টি ইমামের মতো অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব।
আরও ছিলেন চলচ্চিত্র পরিচালক খান আতাউর রহমান, সতীশ চন্দ্র রায়, আব্দুল হালিম, বিচারপতি মোস্তফা কামাল, অভিনেতা বুলবুল আহমেদসহ আরও অনেকেই।
ঢাকার নবাব খাজা আব্দুল গণি এ স্কুলের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। প্রখ্যাত কবি, সম্পাদক বুদ্ধদেব বসু ১৯২৫ সালে এই স্কুল থেকেই এন্ট্রান্স বা প্রবেশিকা (বর্তমানে এস.এস.সি) পাস করেছিলেন। নবম ও দশম শ্রেণি এখানেই পড়েছিলেন তিনি।
এএইচ