সংঘর্ষের পর পথচারীদের জন্য বন্ধ তোরখাম সীমান্ত ক্রসিং
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৪ মার্চ ২০২৪ রবিবার | আপডেট: ০৩:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২৪ শুক্রবার
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তোরখাম সীমান্ত ক্রসিং পথচারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রন্টিয়ার কর্পস (এফসি) ও ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এর মধ্যে সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পাকিস্তান ভিত্তিক জিও নিউজ জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওই সংঘর্ষের পর তোরখাম সীমান্ত ক্রসিংয়ের নাদরা পয়েন্টটি বন্ধ করে দেওয়া হয়। এতে সীমান্ত দিয়ে আফগানিস্তানে ভ্রমণকারী বেশ কয়েকজন আটকাও পড়েছেন।
হাসপাতাল সূত্র বলছে, সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য লন্ডি কোটাল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অবস্থা শঙ্কামুক্ত।
এফআইএ’র অভিযোগ, এফসি কর্মকর্তারা অভিবাসন বিষয়ে হস্তক্ষেপ করছেন। এফসি কর্মকর্তাদের থামতে বলা হলেও তারা একই কাজ চালিয়ে যান। এরপরই সংঘর্ষ বেঁধে যায় এবং এফআই’র ইমিগ্রেশন কর্মীরা প্রতিবাদে অফিস বন্ধ করে দেন।
এফসি সূত্র জোর দিয়ে বলেছে, সীমান্তের নিরাপত্তা দায়িত্ব তাদের।
এও বলেছে, এফসি কর্মকর্তারা নিরাপত্তার বিষয়ে যাত্রীদের উপর কড়া নজর রাখছে।
এই পথটি আফগানিস্তানের জন্য একটি মূল লাইফলাইন। এটি পাকিস্তানের পেশোয়ারকে আফগানিস্তানের জালালাবাদের সঙ্গে যুক্ত করেছে। তোরখাম সীমান্ত পয়েন্ট দুই দেশের মধ্যে যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট।