চাকুরির বাজারে টিকে থাকতে হলে দক্ষতা বাড়াতে হবে: ড.সেলিম উদ্দিন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২৪ মার্চ ২০২৪ রবিবার
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম শাখার উদ্যোগে গত ২২ মার্চ ‘এঙেলের মাধ্যমে কাজের সর্বাধীকিকরণ ’ বিষয়ক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চট্টগ্রামস্থ সিএমএ ভবনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আইসিএমএবিএর প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন।
প্রধান অতিথি বলেন, এমএস এঙেলের দক্ষতা কর্ম জীবনে অতি সাবলীল ভাবে সমস্যা সমাধান ও উপস্থাপন করার দক্ষতা অন্যদের থেকে আলাদা করে দিবে এবং চাকরি প্রাপ্তিতে অগ্রণী ভূমিকা রাখবে। এক্ষেত্রে এমএস এঙেলের জ্ঞান অন্যতম প্রয়োজনীয় মাধ্যম।
তিনি আরো বলেন,চাকুরির বাজারে টিকে থাকতে হলে দক্ষতা বাড়াতে হবে। সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান প্রদীপ পাল। উপস্থিত ছিলেন মো. ইয়াসিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. রাকিবুল ইসলাম।
কেআই//