ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

এক্স বন্ধ রাখা শাসনব্যবস্থার বিপজ্জনক মডেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯ পিএম, ২৪ মার্চ ২০২৪ রবিবার | আপডেট: ১১:৪২ পিএম, ২৪ মার্চ ২০২৪ রবিবার

গোয়েন্দা সংস্থার পরামর্শে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একমাস ধরে বন্ধ রাখার ঘটনাকে সরকারের শাসনব্যবস্থার ‘বিপজ্জনক মডেল’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মানবাধিকার সেলের সভাপতি ও প্রাক্তন সিনেটর ফারহাতুল্লাহ বাবর। এক্স বন্ধ রাখার প্রসঙ্গে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) প্রধান আদালতকে বলেছে, তারা ঝামেলা বা জটিলতার মধ্যে রয়েছেন।

তবে এই বক্তব্যকে ‘আঘাতের ওপর অপমান’ বলে বর্ণনা করেছেন বাবর। তার প্রশ্ন, “সমস্যাটা আসলে কী? যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে তারা ১৭ ফেব্রুয়ারি থেকে এক্স বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।” আর সেখানে পিটিএ এক্স বন্ধ রাখার কথা স্বীকার করছে না।

ডন জানিয়েছে, রাওয়ালপিন্ডির এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে অনিয়মের বিষয়ে চাঞ্চল্যকর অভিযোগ করার পরপরই এক্স বন্ধ রাখা হয়। কিন্তু সেই অভিযোগের তদন্ত কিংবা ওই কর্মকর্তাকে বিচারের আওতায়ও আনা হয়নি বলে জানান বাবর। তিনি বলেন, দ্বিতীয়ত যদি কেউ এক্স বন্ধ রাখার দায় না নেয়, তবে পিটিএর মনে কী ঝামেলা বা সমস্যা রয়েছে যে, তারা সেটিকে পুনরায় চালু করেনি।

এছাড়া সিন্ধু হাই কোর্ট কয়েকটি আদেশ দেওয়ার পরও পিটিএ এক্স চালু করেনি। তিনি আরো বলেন, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার যদি এক্স বন্ধের ব্যাপারে কোনো বিজ্ঞপ্তিও দেখতে না পান, তাহলে সরকার কেন বিষয়টি তদন্ত করতে ব্যর্থ হল। আর পিটিএ সবসময় এক্স বন্ধ রাখার বিষয়টি অস্বীকার করে আসছে। এই বিষয়টি পরিষ্কার করতে হবে।

কেআই/