ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

বাগেরহাটে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার

বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। 

সকাল সাড়ে ৬টায় বাগেরহাট শহরের দশানী এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।

পরে দিনটি উপলক্ষে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অভিবাদন ও কুচকাওয়াজে অংশ নেন। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন।

স্বাধীনতা দিবস উপলক্ষে পালিত কর্মসূচিতে বাগেরহাট-খুলনা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা  আত্তার বানু লুচি, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান,বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল, জেলা কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করার কথা রয়েছে।

অপরদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যাপক কর্মসূচি পালিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সকল সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তারা।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, থানার ওসি মো. শামসুদ্দীন ও প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম সময় উপস্থিত ছিলেন। 

এ ছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রবীর দেবনাথসহ পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এএইচ