ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বার্ণ ইনস্টিটিউট পরিদর্শন করলেন সায়মা ওয়াজেদ ও ভুটানের রাজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার | আপডেট: ০১:৪৯ পিএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। 

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে আসেন তারা। এ সময় তাদেরকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি হাসপাতাল ঘুরিয়ে দেখান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি আইকন হয়ে দাঁড়িয়েছে দেশে ও বিদেশে। হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ভুটানের রাজা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। 

সফলতার গল্প শোনেন চিকিৎসকদের সাথে। একই ধরণের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বাংলাদেশের কারিগরি, প্রযুক্তিগত ও প্রশিক্ষণ সহায়তা চায় ভুটান। 

ভুটানের রাজা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। বার্ন ইনস্টিটিউটে কার্মা দেওয়া নামে ভুটানের এক নারী চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার অগ্রগতি দেখেও স্বস্তি প্রকাশ করেন ভুটানের রাজা।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাকে দ্রুততার সাথে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। 

পরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, মুক্তিযুদ্ধে প্রথম স্বীকৃতি প্রদানকারী ভুটানের প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে দেশটিতে একটি বার্ণ ইউনিট প্রতিষ্ঠায় সহযোগিতা করছে বাংলাদেশ। ভুটানকে এ ধরণের হাসপাতাল নির্মাণে সহযোগিতা করা চিকিৎসা খাতে বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ বলেই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। 

এএইচ