ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

পাকিস্তানকে নিশ্চিহ্ন করে ফেলা হবে: হুঁশিয়ারি টিটিপি কমান্ডারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭ পিএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়ে ঝড় তুলেছেন পাঞ্জশিরের তাজিক কমান্ডার আব্দুল হামিদ খোরাসানি। এক ভিডিওতে তিনি পাকিস্তানকে নিশ্চিহ্ন করে ফেলার হুমকি দিয়েছেন।

পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরকে সম্বোধন করে খোরাসানির ওই মন্তব্য প্রতিবেশী দেশ দুটির সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির উদ্রেক করেছে। অসীম মুনিরের উদ্দেশে তিনি বলেন, “তেহরিক ই তালেবানের (টিটিপি) পবিত্র যোদ্ধারা শিগগিরই আপনার কাফের আর অত্যাচারী সরকারকে উৎখাত করবে।

মোল্লা হেবাতুল্লাহর নির্দেশে এই গ্রহ থেকে পাকিস্তানকে নির্মূল করা হবে।” আরেক ভিডিওতে খোরাসানি বেলুচিস্তানের তথ্য ও জনসংযোগ মন্ত্রী জান আচাকজাইকে হুঁশিয়ারি করেন। আচাকজাই সামাজিক মিডিয়ার মাধ্যমে তালেবানকে হুঁশিয়ারি দিয়ে লিখেছিলেন, “পাকিস্তানে আরেকটি সন্ত্রাসী হামলা হলে তালেবানদের আগেই সতর্ক করা হয়েছে। অন্য কোনো বিকল্প থাকবে না। পাকিস্তান দ্রুত আফগানিস্তানে প্রবেশ করবে এবং ওয়াখান করিডোর দখল করে মধ্য এশিয়ার সঙ্গে সরাসরি সংযুক্ত হবে।”

ওই বক্তব্যের জবাবে খোরাসানি বলেন, “জান আচাকজাই, আসীম মুনির, আসিফ জারদারির কাছে আমার বার্তা হল- আফগানরা ব্রিটিশ, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। পাকিস্তান আমাদের কাছে নগণ্য।

তালেবান যোদ্ধারা এবং টিটিপি একসঙ্গে পাকিস্তানের ধর্মত্যাগী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়বে।” তাজিক কমান্ডারের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এবং উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিবেশী দেশ দুটির কর্তৃপক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন খোরাসানি।

কেআই//