ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ফের জ্বলে উঠলেন মুস্তাফিজ, টানা জয় চেন্নাইর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯ এএম, ২৭ মার্চ ২০২৪ বুধবার

আইপিএলে টানা দ্বিতীয় জয় পেলো মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৬৩ রানের বড় জয়ে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজ

চেন্নাইয়ের জার্সিতে অভিষেক ম্যাচেই ম্যাচসেরা হয়েছিলেন মুস্তাফিজ। ৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও তাকে ঘিরে বাড়ছিল প্রত্যাশার চাপ। অবশ্য গুজরাটের বিপক্ষে শুরুর দিকে বেশ খরুচে হলেও শেষ দিকে ঠিকই জ্বলে উঠলেন। ৪ ওভারে ৩০ রান খরচায় শিকার করেছেন দুই উইকেট। 

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান করে চেন্নাই। প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই করেছেন দুই অঙ্কের রান। সর্বোচ্চ ৫১ রান এসেছে শিভাম দুবের ব্যাট থেকে। 

জাবাবে চেন্নাই পেসারদের তোপে শুরু থেকেই চাপের মধ্যে ছিল গুজরাট। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি গুজরাট। সর্বোচ্চ ৩৭ রান করেছেন সাই সুদর্শন। এ ছাড়া কেউই ইনিংস বড় করতে পারেননি। যার খেসারত দিয়েছে দল।

প্রথম দুই ওভারে কিছুটা খরুচে বোলিং করলেও পরে এসে শুধরে নেন মুস্তাফিজ। তুলে নেন দুটি উইকেট। মুস্তাফিজ ছাড়াও চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন দীপক চাহার এবং তুষার দেশপান্ডে। 

দুই ম্যাচ শেষে ৬ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন মুস্তাফিজুর রহমান।

এএইচ