গুমের ঘটনা নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমের অবস্থানের তীব্র সমালোচনা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪১ এএম, ২৭ মার্চ ২০২৪ বুধবার | আপডেট: ০৩:১১ পিএম, ২৯ মার্চ ২০২৪ শুক্রবার
পাকিস্তানে গুমের ঘটনাগুলোতে দেশটির সংবাদমাধ্যমের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন বিশিষ্ট বেলুচ অধিকারকর্মী বেলুচ ন্যাশনাল মুভমেন্টের (বিএনএম) মিডিয়া সমন্বয়কারী জামাল বেলুচ।
এএনআই জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সোমবার এক ভিডিও পোস্টে তিনি বলেন, পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর প্রচারণার উদ্দেশ্য বেলুচ সম্প্রদায়ের গুমের ঘটনাগুলো ভুয়া হিসেবে জনমতকে বিশ্বাস করানো।
জামাল বলেন, করিম জান বেলুচের মলাটি জোরপূর্বক গুমের ইস্যুর বিরুদ্ধে অপপ্রচার হিসেবে চালাতে ব্যবহার করা হচ্ছে। করিমকে ২০২২ সালের ২৩ মে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো অপহরণ করে। তার পরিবার সাহসিকতার সঙ্গে ওই ঘটনার প্রতিবাদ করে আসছে। নিখোঁজ থাকার দুই মাস পর ২০২২ সালের ৩১ জুলাই তার বিরুদ্ধে অবৈধভাবে বিস্ফোরক রাখার অভিযোগ আনা হয়। কিন্তু পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে সমস্ত মিথ্যা অভিযোগ থেকে আদালত তাকে সমস্ত মিথ্যা অভিযোগ থেকে খালাস দেয়। এর তিনি মুক্ত হন ওই বছরের ১৭ অগাস্ট।
পাকিস্তানের সাংবাদিকদের সত্যের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জামাল বেলুচ বলেন, বিষয়টি খুবই গুরুতর। বেলুচিস্তানে গুমের ঘটনাগুলো আজ অত্যন্ত গুরুতর। সাংবাদিকদের প্রকৃত তথ্যপ্রমাণ খুঁজে বের করতে হবে। গুমের ঘটনাগুলো অনুসন্ধান করতে হবে।”
জামাল বেলুচ নিজেও গুমের অপহরণের শিকার হয়েছিলেন। তিনি বলেন, “গুমের শিকার ভুক্তভোগীরা প্রতিদিন সংগ্রাম করছে। ওই পরিবারগুলো প্রায়শই রাস্তায় নেমে গুমের প্রতিবাদ জানিয়ে স্বজনদের ফেরার আকুতি জানাচ্ছে।”