মা-বাবা ও তিন ভাইবোনের পর মারা গেল শিশু সোনিয়াও
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১০:৪৯ এএম, ২৭ মার্চ ২০২৪ বুধবার | আপডেট: ১১:০৫ এএম, ২৭ মার্চ ২০২৪ বুধবার
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ শিশু সোনিয়া সুলতানাও মারা গেছে। বসতঘরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মা-বাবা ও তিন ভাই-বোনের পর বেঁচে থাকা সোনিয়াও চলে গেল না ফেরার দেশে।
উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর বুধবার ভোরে পাঁচটার দিকে সে মারা যায়।
বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনায় সোনিয়ার মা-বাবা ও তিন ভাই-বোনও মারা গেছেন। পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র সেই বেঁচে ছিল।
এর আগে মারা যান সোনিয়ার বাবা ফয়জুর রহমান (৫২), মা শিরি বেগম (৪৫), বোন সামিয়া বেগম (১৬), সাবিনা বেগম (১৩) ও ভাই সায়েম মিয়া (৮)। এদের মধ্যে মেয়ে সামিয়া বেগম নবম শ্রেণির ও সাবিনা বেগম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সোমবার রাতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন জুড়ি উপজেলার ফয়জুর রহমান। মঙ্গলবার ভোরে বজ্রপাতে পল্লিবিদ্যুতের তার ছিড়ে তার ঘরের চালের উপর পড়লে সে শব্দে তাদের ঘুম ভাঙ্গে। এ সময় সবাই উঠে বাইরে যেতে চাইলে ঘরের টিনের দরজা ধরামাত্রই তারা বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
এএইচ