প্রতারণা মামলায় জরিমানার ১৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করলেন ট্রাম্প
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৫ এএম, ২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার
প্রতারণা মামলায় নিউ ইয়র্ক আদালত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে যে অর্থ জরিমানা করেন সেই জরিমানার ১৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করেছেন তিনি। যদিও প্রতারণা মামলায় ট্রাম্পকে প্রথমে ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করে তার আইনজাবী। ওই আপিলের আবেদনে আদালত তাকে পরিশোধকৃত অর্থের পরিমাণ কমিয়ে দেন। আর এ অর্থ পরিশোধে ট্রাম্পকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। খবর বিবিসি।
গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি করে সম্পদের দাম বৃদ্ধির অভিযোগ আনা হয়। তবে ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধ সম্পত্তি জালিয়াতির মামলাটি পুরোপুরি রাজনৈতিক।
এদিকে আপিলে ট্রাম্প হারলে তাকে ৪৬৪ মিলিয়ন ডলারই পরিশোধ করতে হতো। তবে তার আইনজীবী আপিল আদালতকে জানায় তার বাদী এই পরিমাণ অর্থ পরিশোধে অপরাগ। কারণ ট্রাম্পের কাছে এই অর্থ পরিশোধের জন্য পর্যন্ত সম্পদ নেই।
গতকাল সোমবার তিনি তার জরিমানার অর্থ পরিশোধ করেন। এর ফলে তার সম্পদের মধ্যে ট্রাম্প টাওয়ার এবং মার-এ লাগো বাজেয়াপ্ত করার হাত থেকে বাঁচলেন।
এক বিবৃতিতে তার আইনজীবী অ্যালিনা হাববা বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জরিমানাকৃত অর্থ পরিশোধ করেছেন। তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ আপিল আদালতের মাধ্যমেই তিনি এখন মোকাবিলা করবেন।
২০২২ সালে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলাটি করেন।
এমএম//