ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

গাজীপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০২ পিএম, ৪ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখো মানুষের চলাচল শুরু হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের অভিযোগ, গাড়িতে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল থেকেই ঘরমুখো মানুষেরা যার যার গন্তব্যে যাচ্ছেন। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে শিববাড়ি পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটার বিআরটি প্রকল্পের ৭টি ফ্লাইওভার চালু হওয়াতে এর সুবিধা ভোগ করছেন চলাচলকারীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে সকাল থেকেই কোন ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন ঘরমুখো মানুষেরা

চলাচলকারী যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। মহাসড়কের চলাচলকারী যানবাহন নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

এএইচ