ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দেশের উন্নতি যারা দেখে না তাদের প্রতি করুণা হয়: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৪ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার

কাজের মান ঠিক রেখে উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভোটের অনেক মূল্য, মানুষের জন্য নিরলস কাজ করতে হবে। দেশের উন্নতি যারা দেখে না, তাদের প্রতি করুণা হয় বলেও মন্তব্য করেন সরকার-প্রধান।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত মেয়রদের শপথ পড়ানো অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

বক্তব্যে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের প্রতি যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে ভোটের কোনো চিন্তা থাকবে না। মানুষ আপনাদের ওপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। জনসেবার দিকে বিশেষ দৃষ্টি দেবেন, সেটাই আমরা চাই।

তিনি বলেন, জনগণকে উন্নত সেবা প্রদান, জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিকল্পিত নগরী গড়ে তোলা হলো সরকারের লক্ষ্য। ইতোমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আমার গ্রাম আমার শহর। অর্থাৎ গ্রামের মানুষ নাগরিক সকল সুবিধা পাবে।

১৫ বছরে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবেই উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছে সরকার। বাংলাদেশে যে গতিতে অতি দারিদ্রের হার কমেছে, বিশ্বের কোনো দেশই এতো দ্রুত তা কমাতে পারেনি।

তিনি বলেন, বিশ্বের কোনো দেশই অতি দরিদ্রের হার এতো দ্রুত কমাতে পারেনি। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সেটি সম্ভব হয়েছে। কারণ, পরিকল্পিতভাবে পদক্ষেপ নেয়া হয়েছে।

দেশের উন্নতি যারা দেখেনা তাদের সমালোচনাও করেন সরকার-প্রধান। বলেন, ‘আমি যতই উন্নতি করি, উন্নয়ন করি; কিছু লোক আছে তাদের কিছুই ভালো লাগে না। তারা চোখ থাকতে অন্ধ, তাদের করুণা করা ছাড়া কিছুই করার নেই।’

এসময় বিদ্যুৎ ও পানি ব্যবহারে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এএইচ