আজ বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৬ এএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার | আপডেট: ০৯:৩২ এএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার
পার্বত্য জেলা বান্দরবানের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার (৬ এপ্রিল) ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় জেলার রুমা উপজেলায় তিনি উপস্থিত হবেন।
পরে মন্ত্রী বান্দরবানের রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
এ সময় তিনি বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
ওইদিন দুপুরেই বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে তার যাত্রা করার কথা রয়েছে।
এদিকে, পর পর কয়েকটি হামলা, ব্যাংক লুট, অপহরণ, গোলাগুলির পর বান্দরবানের সশস্ত্র গোষ্ঠী কুকি চিনের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হচ্ছে।
শক্তিমত্তা জানান দিতে কুকি চিন হামলা, গোলাগুলি ও অস্ত্র লুটের মতো ঘটনা ঘটিয়েছে। তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিতে শান্তি আলোচনার মধ্যেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালো।
এ অবস্থায় সশস্ত্র গোষ্ঠী কেএনএফ সন্ত্রাসীদের নির্মূলে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে পুলিশ, বিজিবি ও র্যাবের যৌথ অভিযান শুরু হবে।
এএইচ