যে কারণে নিয়োগ পরীক্ষায় ডাক পাননি বেরোবি শিক্ষার্থী স্বল্পনা
বেরোবি প্রতিনিধি
প্রকাশিত : ০২:১০ পিএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের প্রভাষক পদে শিক্ষক নিয়োগ আবেদন প্রক্রিয়ায় ভুল থাকার কারণে পরীক্ষায় ডাক পায়নি ২০০৮-০৯ সেশনের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী স্বল্পনা রানী।
সঠিকভাবে আবেদনের জন্য বিভাগের অন্য শিক্ষার্থী ও প্রার্থীরা পরীক্ষায় ডাক পেলেও সরকারি চাকরি করার কারণে তার আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে না হওয়ায় বিভাগীয় প্লানিং কমিটি তার আবেদন বাতিল করে।
এদিকে, নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে বানোয়াট তথ্য প্রচার করছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
জানা যায়, স্বল্পনা রানী ২০২৩ সালের ২২ জানুয়ারিতে মিঠাপুকুরের তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। নিয়োগ বিজ্ঞপ্তির ৬নং শর্ত অনুযায়ী চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কিন্তু স্বল্পনা রানী সরকারি চাকুরীজীবী হওয়া শর্তেও তার আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করেননি। এজন্য তিনি প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ পরে যান।
২০২৩ সালের ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগে প্রভাষক পদে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ নিয়োগে সর্বমোট ২৭ জন প্রার্থী আবেদন করেন। তবে আবেদন প্রক্রিয়া যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে না হওয়ায় স্বল্পনা রানী এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ তিনজনকে বাদ দেয় বিভাগীয় প্লানিং কমিটি।
আবেদন কোনরকম ভুল না থাকায় প্রাথমিকভাবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৪ জনকে চিঠি, ফোন এবং এসএমএস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ২০ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
স্বল্পনা রানী বলেন, সবাইকে চিঠি দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে চিঠি দেয়নি। পরে আমি খোঁজ নিতে গেলে তারা আমাকে বলে আমি সরকারি চাকরি করি, কিন্তু যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিনি বলে আমি ডাক পাইনি। এরপর আমি আর কোন অভিযোগ করিনি। শুনেছি, এই কারণে আমিসহ তিনজন বাদ পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থনীতি বিভাগের শিক্ষক ও বিভাগের প্লানিং কমিটির এক সদস্য বলেন, বিজ্ঞাপিত আবেদন থেকে যথাযথ কর্তৃপক্ষ থেকে নো-অবজেকশন সার্টিফিকেটসহ আবেদন না করার কারণে আমরা মোট তিনজনের আবেদন বাতিল করি। এখানে কে বাদ পড়ল সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা নিয়ম মেনেই সব কিছু করেছি।
এএইচ