পহেলা বৈশাখে পান্তা ইলিশ পেয়ে ছিন্নমূল মানুষের চোখে-মুখে হাসি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৮ পিএম, ১৪ এপ্রিল ২০২৪ রবিবার
পহেলা বৈশাখ ১৪৩১। বাঙালির ঘরে ঘরে থাকে সাধ্যমত নববর্ষ পালনের আয়োজন। রঙিন পোশাক, বাহারি খাবার আরো নানা উৎসবে মেতে ওঠে বাঙালি। তবে এমন উৎসব ম্লান হয়ে যায় পথ শিশু ও ছিন্নমূল মানুষের কাছে। তাদের উৎসবের আয়োজন নেই, নেই রঙিন পোশাক, বাহারি খাবার! যেখানে একবেলা ভালো খাবার যোগাড় করা কঠিন বিষয় সেখানে হরেক রকমের খাবার আশা করা স্বপ্ন মাত্র।
কিন্তু এবার হাইকোর্টের মাজারে ব্যতিক্রমি এক আয়োজন করে মাজার কমিটি। পহেলা বৈশাখের নানারকম খাবারের আয়োজন করে কমিটি।
সুপ্রিম কোর্ট মসজিদ ও মাজার কমিটির সদস্য বিচারপতি মো. খসরুজ্জামান বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে হাইকোর্ট মাজার মসজিদে শিশু ও মহিলাসহ গরীব দুঃখীদের ফ্রি পান্তা ভাত ও গরম ভাত, সীমিত আকারে ইলিশ মাছ ভাজা, কৈ মাছ ভাজা, আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, ঘন ডালের ব্যবস্থা করা হয়। হরেক রকমের খাবারের আইটেম দেখে চোখে মুখে হাসি ফুটে ওঠে সবার মুখে।
কেআই//