খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল
রঞ্জন ভৌমিক
প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার
খোকসা উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিল করেছেন ৭ জন প্রার্থী। তারা হলেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর বহিম খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত ও ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ওয়াহিদুল ইসলাম, শাওন মাহমুদ খান, মো: সাইফুল ইসলাম ও সালেহা বেগম ।
উপজেল ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৯ জন প্রার্থী। তারা হলেন নজরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, মো: সেলিম রেজা কাঁকন, মোঃ রেজাউল করিম, মো: আফজাল হোসেন, মো: মিজানুর রহমান, মো: রফিকুল ইসলাম , মো: সাইমন আহমেদ, ও মো: মনিরুল ইসলাম । এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন প্রার্থী। তারা হলেন মোছা: ইসরাত জাহান পুনম, মোছা: রশি সুলতানা, ও মোছা: সন্দা খাতুন ।
আগামীকাল যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে । অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে উপজেলা নির্বাচন অফিস থেকে ৫০ টি কেন্দ্রে মোট ৩৪২ টি বুথ স্থাপন করা হয়েছে । উল্লেখ্য, কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১লক্ষ ১৬ হাজার ৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজর ৫'শ ২২ জন এবং মহিলা ভোটার ৫৭ হাজার ৪'শ ৮৬ জন ।