ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার

আশরাফ শুভ

প্রকাশিত : ১০:২৭ এএম, ১৮ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৮ এএম, ১৮ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার

রাত পোহালেই শুরু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। প্রথম ধাপে ভোট হবে পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের ১৫টি আসনে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেলেও জনমত জরিপ বলছে, ক্ষমতাসীন বিজেপির সহজ জয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। 

ভারতের ১৮তম সংসদ নির্বাচন শুরু শুক্রবার। পাঁচ বছরের জন্য নিজেদের প্রধানমন্ত্রী নির্বাচন করবেন শত কোটি ভোটার। বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় নির্বাচনের তকমাও পাচ্ছে এটি। 

উত্তরপ্রদেশের আটটি, বিহারের চারটি এবং পশ্চিমবঙ্গের তিনটি আসন দিয়ে পর্দা উঠবে ভোটের। 

৫৪৩ আসনের লোকসভায় ক্ষমতাসীন বিজেপির এবারের লক্ষ্য এককভাবে ৩৭০ আসনে আর জোটগতভাবে ৪শ’ আসনে জয়। এমনটা হলে জওহরলাল নেহেরুর পর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন নরেন্দ্র মোদি।

বিজেপির এনডিএ জোট ও মোদির সামনে অবশ্য বড় চ্যালেঞ্জ, বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স-ইন্ডিয়া। যেখানে যোগ দিয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিসহ ২৬টির বেশি দল। 

ইন্ডিয়া জোট বলছে, ক্ষমতায় গেলে বাতিল করা হবে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন।

সাত ধাপের এই নির্বাচন চলবে ১ জুন পর্যন্ত। চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে ৪ জুন। 

এএইচ